শিরোনাম
ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৪ (বাসস) : দুই ম্যাচ টেস্ট সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন শ্রীলংকার বিপক্ষে ১০৯ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ডারবানে সিরিজের প্রথম টেস্ট ২৩৩ রানে জিতেছিলো প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো দক্ষিণ আফ্রিকা।
সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে অস্ট্রেলিয়াকে সড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে দক্ষিণ আফ্রিকা। ১০ ম্যাচে ৬ জয়, ৩ হার ও ১ ড্র’তে ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট সংগ্রহ করেছে প্রোটিয়ারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ সিরিজে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজে পাকিস্তানকে একটি ম্যাচে হারালেই আগামী বছর ২০২৩-২৫ চক্রের ফাইনাল নিশ্চিত করবে প্রোটিয়ারা।
১৪ ম্যাচে ৬০.৭১ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেল অস্ট্রেলিয়া। ১৬ ম্যাচে ৫৭.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ভারত।
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর চতুর্থস্থানে থাকলেও পয়েন্ট নষ্ট হয়েছে শ্রীলংকার। ১১ ম্যাচে লংকানদেও বর্তান সংগ্রহ ৪৫.৪৫ শতাংশ পয়েন্ট। এই টেস্টের আগে ছিলো ৫০ শতাংশ।
গেবেখা টেস্ট জয়ের জন্য চতুর্থ দিন ৩৪৮ রানের টার্গেট পায় শ্রীলংকা। জবাবে দিন শেষে ৫ উইকেটে ২০৫ রান করেছিলো লংকানরা। ফলে ৫ উইকেট হাতে নিয়ে আরও ১৪৩ রান দরকার ছিলো শ্রীলংকার।
পঞ্চম দিন ১৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। দলীয় ২১৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ২৩৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। মাত্র ৬১ বল খেলে ১৯ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।
৩৯ রান নিয়ে শুরু করে ধনাঞ্জয়া ৫০ ও কুশল ৪৬ রানে আউট হন। আগের দুই উইকেট শিকারের পর আজ আরও ৩ উইকেট নেন মহারাজ। এতে তার বোলিং ফিগার দাঁড়ায় ২৫ ওভারে ৭৬ রানে ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে ১১তমবারের মত ইনিংস পাঁচ উইকেট নেন মহারাজ। এছাড়া কাগিসো রাবাদা ও ড্যান প্যাটারসন ২টি করে উইকেট নেন।
৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্যাটারসন। ৩২৭ রান করে সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।