শিরোনাম
ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪ (বাসস) : চ্যাম্পিয়ন্স লিগে বুধবার জুভেন্টাসের কাছে এ্যাওয়ে ম্যাচে হেরে ম্যানচেস্টার সিটির হতাশা আরো বেড়েছে। এদিকে পেপ গার্দিওলার পুরনো ক্লাব বার্সেলোনা জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করে নক আউট পর্বের টিকেট নিশ্চিত করেছে।
দিনের অপর ম্যাচগুলোতে জয়ী হয়েছে আর্সেনাল, এসি মিলান, এ্যাথলেটিকো মাদ্রিদ, লিলি, ফেইনুর্ড ও স্টুটগার্ট। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে সিটির পরাজয় পত্রিকার হেডলাইন দখল করেছে।
২০২৩ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন তুরিনে ডুসাান ভøাহোভিচের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায়। গোলরক্ষক এডারসন ভ্লাহোভিচের হেডটি ধরতে ব্যর্থ হলে গোল হজম করতে হয়েছে সিটিকে। মাইকেল ডি গ্রেগোরিওর দুর্দান্ত সেভে ইকে গুনডোগান সমতা ফেলাতে ব্যর্থ হন। ৭৫ মিনিটে এ্যাক্রোবেটিং ফিনিশে ওয়েস্টন ম্যাককিনি ব্যবধান দ্বিগুন করেন।
এই হয়ে জুভেন্টাম গ্রুপ পর্বে ছয় ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে, হাতে রয়েছে আর দুই ম্যাচ। এই পয়েন্টে অন্তত নক আউট পর্বের প্লে-অফে খেলতে পারবে জুভেন্টাস।
অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতায় ১০ ম্যাচের মাত্র একটিতে জয়ী সিটি রয়েছে দারুন অস্বস্তিতে। এই ম্যাচগুলোর মধ্যে হেরেছে আবার সাতটিতে। ছয় ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের টেবিলে ২২তম স্থানে রয়েছে সিটিজেনরা। শীর্ষ ২৪টি দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জণ করবে। প্যারিস সফরে পিএসজির বিপক্ষে পরবর্তী ম্যাচটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গার্দিওলা বলেন, ‘আমাদের অবশ্যই পয়েন্ট সংগ্রহ করতে হবে। প্যারিসে গিয়ে সেই চেষ্টাই করবো। একইসাথে ঘরের মাঠে ক্লাব ব্রাগের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেও একই চেষ্টা থাকবে।’
১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছ বার্সেলোনা। জার্মানীতে ফেরান তোরেসের নায়কোচিত পারফরমেন্সে ডর্টমুন্ডকে ৩-২ গোলে পরাজিত করেছে বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহা বার্সেলোনাকে এগিয়ে দেন। মৌসুমে ব্রাজিলিয়ান তারকার এটি ১৭তম গোল। ৬০ মিনিটে সেরহু গুইরাসি পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে সমতায় ফেরান। বদলী খেলোয়াড় তোরেস ৭৫ মিনিটে আবারো বার্সেলোনাকে এগিয়ে দেন। ফারমিন লোপেজের শট সেভ হলে ফিরতি বল তোরেস জালে জড়ান। গুইরাসি দ্রুতই নিজের দ্বিতীয় গোল করে আবারো ডর্টমুন্ডকে সমতায় ফেরান। ম্যাচ শেষে পাঁচ মিনিট তোরেস বার্সেলোনাকে জয় উপহার দেন।
এই মুহূর্তে বার্সেলোনার যা অবস্থানে তাতে নি:সন্দেহে বলাই যায় শীর্ষ আটে থেকে সরাসরি নক আউট পর্বের টিকেট পেয়ে গেছে লিভারপুলের পরের অবস্থানে থাকা কাতালান জায়ান্টরা।
লন্ডনে মোনাকোকে ৩-০ গোলে পরাজিত করে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। বুকায়ো সাকা করেছেন দুই গোল। তার গোলেই গানার্সরা প্রথমার্ধে লিড পায়। ৭৮ মিনিটে সাকা ব্যবধান দ্বিগুন করেন। এরপর ম্যাচের শেষ ভাগে সাকার এ্যাসিস্টে বদলী খেলোয়াড় কেই হাভার্টজ দলের হয়ে তৃতীয় গোলটি করেছেন।
যে ছয়টি দলের সংগ্রহে ১৩ পয়েন্ট রয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল তার মধ্যে একটি।
ফ্রান্সে স্টার্ম গ্রাজকে ৩-২ গোলে পরাজিত করে লিলিও এই তালিকায় জায়গা করে নিয়েছে।
আঁতোয়ান গ্রীজম্যানের জোড়া গোলে এ্যাথলেটিকো মাদ্রিদ স্লোভান ব্রাতিসলাভাকে ৩-১ গোলে পরাজিত করেছে। সান সিরোতে ম্যাচ শেষের তিন মিনিট আগে টামি আব্রাহামের গোলে রেড স্টার বেলগ্রেডকে ২-১ গোলে পরাজিত করেছে মিলান। রটারডামে স্পার্টা প্রাগকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে ফেইনুর্ড।
পিছিয়ে পড়েও ইয়ং বয়েজকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নক আউট পর্বের আশা টিকিয়ে রেখেছে স্টুটগার্ট।
আগামী বছর ২১ ও ২২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।