বাসস
  ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৪

রিকার্ভে বিকেএসপি-১ ও কম্পাউন্ডে আর্মি আরচ্যারী ক্লাব চ্যাম্পিয়ন

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বাংলাদেশ লিগ রাউন্ড-৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় রিকার্ভ ডিভিশনে বিকেএসপি-১ ও কম্পাউন্ড ডিভিশনে আর্মি আরচ্যারী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

লিগে দেশ সেরা ৮টি করে দল রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে বছরের শুরু হতে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। আজ সকাল ৯টায় টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে লিগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুপুরে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান সিদ্দিকী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

রিকার্ভ ডিভিশনে সর্বোচ্চ ৬০ পয়েন্ট অর্জনকারী লিগ চ্যাম্পিয়ন বিকেএসপি-১ এবং কম্পাউন্ড ডিভিশনে সর্বোচ্চ ৫৬ পয়েন্ট অর্জনকারী লিগ চ্যাম্পিয়ন আর্মি আরচ্যারী ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফি ও গোল্ড মেডেল প্রদান করা হয়।

রিকার্ভ ডিভিশনে ৫৬ ও কম্পাউন্ড ডিভিশনে ৫০ পয়েন্ট অর্জণ করে লিগ রানার্স-আপ-১ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

এছাড়া রিকার্ভ ডিভিশনে ৫২ ও কম্পাউন্ড ডিভিশনে ৪২ পয়েন্ট অর্জন করে লিগ রানার্স-আপ-২ হয়েছে বাংলাদেশ আনসার।

সমাপণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, কোষাধ্যক্ষ মো: আনিসুর রহমান, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় আরচ্যারী দলের প্রধান প্রশিক্ষকসহ অংশগ্রহণকারী দলের আরচ্যার, প্রশিক্ষক ও অতিথিবৃন্দ।

প্রতি বছরের ন্যায় এবছরও লিগের ৪টি রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতি দলে পুরুষ ও মহিলা সমন্বয়ে ৩ জন করে দল গঠন করে লিগে অংশ নেয়। খেলা চলাকালীন পূর্বের নির্ধারিত ৮জনের মধ্য হতে খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ ছিল। লিগের ৪র্থ রাউন্ড শেষে খেলায় শুধুমাত্র দলীয় ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়। 

রিকার্ভ ও কম্পাউন্ড দলের সর্বোচ্চ লিগ পয়েন্ট অর্জনকারী দলকে রিকার্ভ চ্যাম্পিয়ন ও কম্পাউন্ড চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। এছাড়া রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে আলাদাভাবে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৩টি দলকে (প্রতি দলের ৮জন খেলোয়াড় ও ১জন কোচকে) চ্যাম্পিয়ন, রানার্স-আপ-১ ও রানার্স-আপ-২ মেডেল প্রদান করা হয়।