শিরোনাম
ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪ (বাসস) : সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করবে সফরকারী বাংলাদেশ।
সিরিজের প্রথম দুই ম্যাচেও আগে ব্যাট করেছিলো বাংলাদেশ। ঐ দুই ম্যাচ যথাক্রমে- ৫ ও ৭ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। হোয়াইটওয়াশ এড়াতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন তাসকিন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশে চারটি পরিবর্তন হয়েছে। মার্কিনো মিন্ডলি, এভিন লুইস, জেইডেন সিলেস, জাস্টিন গ্রেভসের জায়গায় একাদশে নেওয়া হয়েছে অ্যালিক আথানাজে, জেদিয়াহ ব্লেডস, আমির জাঙ্গু ও আলজারি জোসেফকে। এরমধ্যে অভিষেক হচ্ছে ব্লেডস ও জাঙ্গুর।
এখন পর্যন্ত ৪৬টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ২৩টিতে এবং বাংলাদেশ ২১টি ম্যাচে জয় পেয়েছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশের একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জেদিয়াহ ব্লেডস, আমির জাঙ্গু, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ।