শিরোনাম
ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ব্রিজবেনে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। দু’জনের সেঞ্চুরিতে দিন শেষে ১০১ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান করেছে অস্ট্রেলিয়া। এদিন বল হাতে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার পেসার জসপ্রিত বুমরাহ।
বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিন খেলা হয় ১৩ দশমিক ২ বল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে ২৮ রান করেছিলো অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের ১৭তম বলে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে (২১) আউট করেন বুমরাহ। নিজের পরের ওভারে অস্ট্রেলিয়ার আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিকে ৯ রানে থামান বুমরাহ।
৩৮ রানে দুই ওপেনার বিদায়ের পর ৩৭ রানের জুটি গড়েন মানার্স লাবুশেন ও স্মিথ। ১২ রান করা লাবুশেনকে শিকার করে জুটি ভাঙেন পেসার নিতিশ কুমার রেড্ডি।
দলীয় ৭৫ রানে লাবুশেন ফেরার পর অস্ট্রেলিয়ার হাল ধরেন স্মিথ ও হেড। ভারতের বোলারদের বিপক্ষে দাপট দেখিয়েছেন দু’জনে। তাতে স্কোর বোর্ডে রান জড়ো হয়েছে অনায়াসে। এসময় টেস্টে নবম সেঞ্চুরি পূর্ণ করেন হেড।
তৃতীয় সেশনে দলের রান ৩শতে পৌঁছে দিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। গত বছর লর্ডস টেস্টের পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। শতকের পর বেশি দূর যেতে পারেননি স্মিথ। স্লিপে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে বুমরাহর তৃতীয় শিকার হবার আগে ১২টি চারে ১০১ রান করেন ১৯০ বল খেলা স্মিথ।
৮৭তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ভারতের মুখে হাসি ফোটান বুমরাহ। ৩ বলের ব্যবধানে মিচেল মার্শকে ৫ রানে এবং হেডকে ১৫২ রানে আউট করেন বুমরাহ। এতে ক্যারিয়ারের ৪৩তম টেস্টে ১২তম বারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার পূর্ন করেন বুমরাহ।
১৮টি চারে ১৬০ বল খেলে ১৫২ রান করেন হেড। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪০ রান করেছিলেন তিনি। চতুর্থ উইকেটে স্মিথের সাথে ৩০২ বলে ২৪১ রানের জুটি গড়েন হেড।
দলীয় ৩২৭ রানে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে ৫৮ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স। কামিন্সকে ২০ রানে থামিয়ে জুটি ভাঙেন পেসার মোহাম্মদ সিরাজ।
এরপর ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। ক্যারি ৪৫ ও স্টার্ক ৭ রানে অপরাজিত আছেন।
ভারতের বুমরাহ ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন।