বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

নাইম ও আনিসুলের নৈপুণ্যে টানা চতুর্থ জয় মেট্রোর

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ডান-হাতি ব্যাটার নাইম ইসলামের হাফ-সেঞ্চুরি ও পেসার আনিসুল ইসলামের বোলিং নৈপুুণ্যে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে ঢাকা মেট্রো।

টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মেট্রো ১৯ রানে হারিয়েছে ঢাকা বিভাগকে। ৪ ম্যাচে ৪ জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে মেট্রো। চার ম্যাচে এ্িট  তৃতীয় হার ঢাকা বিভাগের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ বলে ৫৩ রানের সূচনা করে মেট্রো।

১৫ বলে ২০ রান করে ওপেনার ইমরানুজ্জামান ফিরলেও, টানা দ্বিতীয় ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন নাইম। ৮টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৬৯ রানে আউট হন নাইম।

মিডল অর্ডারে শামসুর রহমান শুভর ২২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ পায় মেট্রেুা। ঢাকার সুমন খান ও নাজমুল ইসলাম অপু ২টি করে উইকেট নেন।

জবাবে ২ উইকেটে ১১৩ রান তোলার পরও হার এড়াতে পারেনি ঢাকা বিভাগ। মেট্রোর বোলার আনিসুলের দুর্দান্ত বোলিং তোপে ৮ উইকেটে ১৭১ রানের বেশি করতে পারেনি ঢাকা বিভাগ।

দলের পক্ষে আরিফুল ইসলাম ৪২ ও রনি তালুকদার ৩৯ রান করেন। মেট্রোর আনিসুল ৩৮ রানে ৪ উইকেট নেন।