শিরোনাম
ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৪ (বাসস) : দুই ব্যাটার তানবির হায়দার ও অধিনায়ক আকবর আলির জোড়া হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ।
টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ রংপুর ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগকে। রংপুর চার ম্যাচের সবগুলোতে জিতলেও, তৃতীয় হারের স্বাদ পেয়েছে রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টস হেরে প্রথমে ব্যাট করে সাব্বির হোসেনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী।
তিন নম্বরে নেমে ৫২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন সাব্বির। শেষ দিকে ৩টি করে চার-ছক্কায় ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন গোলাম কিবরিয়া। আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেও, এবার ৬ রানে থামেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রংপুরের আলাউদ্দিন বাবু ও রিজওয়ান ৩টি করে উইকেট নেন।
জবাবে ৪০ বলে ৫৪ রানের সূচনার পর প্রথম উইকেট হারায় রংপুর। ৩টি ছক্কায় ২০ বলে ২৫ রানে আউট হন রিজওয়ান। তিন নম্বরে নামা আব্দুল্লহ আল মামুন ৬ রানে আউট হলে জুটি বাঁধেন তানবির ও আকবর। দু’জনের ১০৩ রানের জুটিতে জয়ের পথ সহজ হয় রংপুরের। ২ ওভার বাকী থাকতে জয় তুলে নেয় রংপুর।
৮টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৭১ রানে আউট হন তানবির। ব্যাট হাতে ঝড় তুলে দলের জয় নিশ্চিত করেন আকবর। ২৩৪ স্ট্র্রাইক রেটে ৬টি ছক্কা ও ৪টি চারে ২৯ বলে অনবদ্য ৬৮ রান করেন আকবর।
অধিনায়কের সাথে ১৫ রান নিয়ে জয়ের বেশে মাঠ ছাড়েন আরিফুল হক।