বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯

বগুড়ায় বিজয় দিবস ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া, ১৬ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের পাশে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের পাশে ভলিবল গ্রাউন্ডে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সাবেক সহ সভাপতি নুরুল আলম টুটুল।

প্রতিযোগিতায় ছয়টি দল অংশগ্রহণ করেছে। ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া ভলিবল খেলোয়ার কল্যাণ সমিতি এবং রানার্স আপ হয়েছে দুপচাঁচিয়া স্কুল। 

ব্যাডমিন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মো: তাফিম। রানার্সআপ হয়েছেন মোহাম্মদ ইসমাইল।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।