বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

চার বছর পর আফগানিস্তান টেস্ট দলে ফিরলেন রশিদ খান

কাবুল, ১৬ ডিসেম্বর ২০২৪ (বাসস) : প্রায় চার বছর পর প্রথমবারের মত আফগানিস্তান টেস্ট দলে ফিরেছেন তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে আজ টেস্ট দল ঘোষনা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই দলে অন্তর্ভূক্ত হয়েছেন রশিদ খান।

২৬ বছর বয়সী রশিদ পিঠের ইনজুরির কারনে আফগানিস্তানের সাম্প্রতিক টেস্ট ম্যাচগুলোতে খেলতে পারেননি। দীর্ঘদিনের এই ইনজুরির কারনে এ বছরের শুরুতে তাকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হয়েছিল। 

সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে এই সময়ের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। 
দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ২৬ ডিসেম্বর থেকে বুলাওয়েতে শুরু হবে। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলাইমানখিল বলেছেন, ‘রশিদ খানের টেস্ট দলে ফেরা লাল বলের ক্রিকেটে আমাদের এগিয়ে যাবার ইঙ্গিতই দিচ্ছে। আশা করছি পুরো দল ভাল একটি পারফরমেন্স উপহার দিবে।’

ওয়ানডে ও টি২০ দলের নিয়মিত সদস্য বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার সাদিকুল্লাহ আতাল প্রথমবারের মত টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। 
টেস্ট দলের নেতৃত্ব দিবেন হাশমতুল্লাহ শাহিদী।

স্কোয়াড : হাশমাতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখাইল, আসফার জাজাই, রিয়াজ হাসান, সাদিকুল্লাহ আতাল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতুল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রেহমান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জারদান, ফরিদ আহমেদ মালিক।