শিরোনাম
ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ডান কাফ ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোতে হয়তো আর খেলা হচ্ছেনা অস্ট্রেলিয়ান পেসার জোস হ্যাজেলউডের। ব্রিসবেনে আজকের ম্যাচে খেলা শুরু হবার আগে অনুশীলনে চোট পেয়েছেন হ্যাজেলউড।
এর আগে পিঠের ইনজুরির কারণে এডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। গাব্বায় তৃতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠ ত্যাগের আগে মাত্র এক ওভার বল করেছেন হ্যাজেলউড।
পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-১’এ সমতা বিরাজ করছে। চলমান টেস্টটি নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে যাচ্ছে। ৩৩ বছর বয়সী হ্যাজেলউডের ইনজুরি অস্ট্রেলিয়ার জন্য অনেক বড় একটি ক্ষতি।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘জোস হ্যাজেলউড ডান কাফ ইনজুরিতে আক্রান্ত হয়েছে। যে কারনে ব্রিসবেন টেস্টে তার পক্ষে আর খেলা সম্ভব নয়। আজ সকালে অনুশীলনে সে ইনজুরিতে পড়ার পর ম্যাচে এক ওভার বোলিং করে মাঠ ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে সিরিজের বাকি ম্যাচগুলোতে তার আর খেলা সম্ভব নয়। বদলী খেলোয়াড়ের নাম সময়মত জানানো হবে।’
অস্ট্রেলিয়ার বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি জানিয়েছেন বিষয়টি বেশ হতাশার। একটি ইনজুরি থেকে ফিরেই আবারো ইনজুরির কারনে ছিটকে যাওয়া কেউই মেনে নিতে পারেনা। সে বিশ্বের অন্যতম সেরা বোলার। তার অনুপস্থিতি অবশ্যই দলের উপর প্রভাব ফেলবে।’
সিরিজের চতুর্থ টেস্ট আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।
ভেট্টরি জানিয়েছেন তিনি নির্বাচক নন। তবে এই মুহূর্তে হ্যাজেলউডের বদলী হিসেবে স্কট বোল্যান্ডই হতে পারেন সেরা পছন্দ। ৩৫ বছর বয়সী বোল্যান্ড দ্বিতীয় টেস্টেও দলে ছিলেন। ঐ টেস্টে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী হয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। বোল্যান্ড নিয়েছেন ৫ উইকেট।