বাসস
  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

সাইম-সালমান নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে সিরিজ শুরু পাকিস্তানের

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৪ (বাসস) : সাইম আইয়ুবের সেঞ্চুরি ও সালমান আঘার অলরাউন্ড পারফরমেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো পাকিস্তান। গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার সাইমের ১০৯ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে ৪ উইকেট ও অপরাজিত ৮২ রান করেন সালমান।

পার্লে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৯ বলে ৭০ রানের সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। দশম ওভারে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভেঙে পাকিস্তানকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন অকেশনাল স্পিনার সালমান। এরপর দুই ওভারে আরও ৩ উইকেট তুলে নেন তিনি। এতে ৮৮ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জিকে ৩৩, রায়ান রিকেলটনকে ৩৬, রাসি ভ্যান ডান ডুসেনকে ৮ ও ট্রিস্টান স্টাবসকে ১ রানে আউট করেন সালমান। 

১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফেরান অধিনায়ক আইডেন মার্করাম ও হেনরিচ ক্লাসেন। মার্করামকে ৩৫ রানে থামিয়ে দেন আরেক অকেশনাল স্পিনার সাইম। 

ষষ্ঠ উইকেটে মার্কো জানসেনকে নিয়ে ৫০ রানের জুটিতে দলের রান ২শ পার করেন ক্লাসেন। জানসেন ১০ ও ক্লাসেন ৮৬ রানে আউট হলে, ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৯৭ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কা মারেন ক্লাসেন। সালমান ৩২ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন সালমান।    

দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ২৪০ রানের টার্গেটে খেলতে নেমে ৬০ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে পাকিস্তানের হয়ে ১৩৩ বলে ১৪১ রানের জুটি গড়েন সাইম ও সালমান। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে পঞ্চম উইকেটে কোন দলের এটিই সর্বোচ্চ রানের জুটি।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাাচে ইনিংসের শেষ ৯ বল স্ট্রাইক না পাওয়ায় ৯৮ রানে অপরাজিত থাকতে হয়েছিলো সাইমকে। সেই হতাশা কাটিয়ে উঠতে প্রথম ওয়ানডেতেই সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির ইনিংসে ১১৯ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১০৯ রান করেন সাইম। 

সাইম বিদায়ের পর দ্রুত ২ উইকেট হারায় পাকিস্তান। ২০৯ রানে পাকিস্তানের সপ্তম উইকেট পতনে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। কিন্তু অষ্টম উইকেটে নাসিম শাহকে নিয়ে ৩০ বলে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন সালমান। ৪টি চার ও ২টি ছক্কায় ৯০ বলে সালমান ৮২ ও নাসিম ৯ রানে অপরাজিত থাকেন। কাগিসো রাবাদা ও ওটনিল বার্টম্যান ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন সালমান। 

আগামীকাল কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল।