বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩

অপরাজিত থেকে লিগ পর্ব শেষ করলো ঢাকা মেট্রো

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ৭ ম্যাচের সবক’টিতে জিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের লিগ পর্ব শেষ করলো ঢাকা মেট্রো। আজ সপ্তম ও শেষ রাউন্ডে মেট্রো ১৭ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা মেট্রো।

শুরুর ধাক্কা শক্ত হাতে সামাল দিয়ে চতুর্থ উইকেটে ৯৬ রানের জুটি গড়েন শামসুর রহমান ও মার্শাল আইয়ুব। ৫টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৫১ রান করেন মার্শাল।
হাফ-সেঞ্চুরি তুলে ইনিংসের শেষ ওভারে আউট হন শামসুর। ৪৮ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৫৬ রান করেন তিনি।

মার্শাল ও শামসুরের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় মেট্রো। পেসার আহমেদ শরিফ ৩ উইকেট নেন।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় লড়াই করতে পারেনি চট্টগ্রাম। ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে হার বরণ করে নেয় তারা।

দলের পক্ষে ৩১ বল খেলে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক ইয়াসির আলি। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিলো। এছাড়া ৪টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৪৪ রান করেন সাদিকুর রহমান।

মেট্রোর তিন স্পিনার রাকিবুল-আরাফাত সানি ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন।

৭ ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে মেট্রো। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকায় এলিমিনেটর খেলবে চট্টগ্রাম।