বাসস
  ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:২০
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬:১০

শেষ ম্যাচ জিতেও বিদায় ঢাকা বিভাগের

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৪ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের সপ্তম ও শেষ রাউন্ডে ঢাকা বিভাগ ১৯ রানে হারিয়েছে বরিশাল বিভাগকে। শেষ ম্যাচ জিতেও রান রেটের মারপ্যাচে পড়ে প্লে-অফ খেলা হচ্ছে না ঢাকার। 

কারণ রান রেটে পিছিয়ে থাকায়, টেবিলের শীর্ষ চারের মধ্যে থাকতে পারেনি ঢাকা। চট্টগ্রাম বিভাগের সমান ৬ পয়েন্ট আছে ঢাকারও। কিন্তু চট্টগ্রামের চেয়ে রান রেটে পিছিয়ে ঢাকা। চট্টগ্রামের রান রেট ০.২২০ ও ঢাকার রান রেট -০.৫৫২। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ। ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৮ রান করে ঢাকা বিভাগ। 

সুমন খান ২১ বলে ৩৬, জাওয়াদ আবরার ২৫ বলে ৩২ ও আরিফুল ইসলাম ১০ বলে ২৭ রান করেন। শেষ ওভারে ৩টিসহ ৪ উইকেট নেন বরিশালের রুয়েল মিয়া। 

জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় ইনিংস খেলতে পারেনি বরিশালের ব্যাটাররা। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে হার বরণ করে নেয় বরিশাল। কামরুল ইসলাম ৩৯ ও অধিনায়ক সোহাগ গাজী ৩০ রান করেন। 

ঢাকার সাইফ হাসান ও সুমন খান ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সুমন।