বাসস
  ২১ ডিসেম্বর ২০২৪, ২১:১১

চার গ্রুপে বিভক্ত হয়ে দেশে ফিরবে টাইগার ক্রিকেটাররা

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৪ (বাসস) : চার গ্রুপে বিভক্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।

টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

টেস্ট সিরিজ সমতায় শেষ করলেও ওয়ানডেতে হতাশাজনক পারফরমেন্স করে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে টি-টোয়েন্টিতে খেলতে নেমে ব্যাট-বল হাতে জ্বলে উঠে বাংলাাদেশ। তিন ম্যাচের সিরিজে ক্যারিবীয়দের প্রথমবারের মত হোয়াইটওয়াশ করে টাইগাররা।

প্রথম দুই গ্রুপ আগামীকাল এবং বাকী দুই গ্রুপ সোমবার ওয়েস্ট ইন্ডিজ থেকে রওনা দিবে। দেশে ফিরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত হয়ে পড়বে খেলোয়াড়রা। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রস্তুতি শুরু করবে ক্রিকেটাররা। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।