শিরোনাম
ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৪ (বাসস) : টেস্ট অধিনায়ক বেন স্টোকস ছাড়াই আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি স্টোকসকে।
এই মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারনে বিবেচনা করা হয়নি ৩৩ বছর বয়সী স্টোকসকে।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘বাঁ-দিকের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নির্বাচনের জন্য বিবেচনা করা হয়নি ডারহাম অলরাউন্ডার বেন স্টোকসকে।’
ইনজুরির কারণে হ্যামিলন্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি স্টোকস। ঐ ম্যাচ ৪২৩ রানের বড় ব্যবধানে হারলেও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।
এর আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই বছর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে এবং পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে পারেননি স্টোকস।
আগামী বছরের জুনে ঘরের মাঠে ভারত ও বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ থাকায় স্টোকসকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটার জো রুট। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরলেন তিনি।
দলে ফিরেছেন ডান কনুইর ইনজুরির কারনে সম্প্রতি পাকিস্তান ও নিউজিল্যান্ডে টেস্ট সফর মিস করা পেসার মার্ক উড।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত সিরিজ দিয়ে ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের সাথে কাজ শুরু করবেন টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
অধিনায়ক হিসেবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে পারেননি জশ বাটলার। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাটলারের উপরই আস্থা রেখেছে ইসিবি।
ভারত সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাটলারের সাথে দলে আরও দুই উইকেটরক্ষক হিসেবে আছেন জেমি স্মিথ ও ফিল সল্ট। দুই সিরিজের দলেই আছেন ২১ বছর বয়সী উদীয়মান তারকা জ্যাকব বেথেল। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে তিনটি হাফ-সেঞ্চুরি করেছেন বেথেল।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে লেগ-স্পিনার রেহান আহমেদ। শুধুমাত্র ওয়ানডে দলে আছেন রুট।
১৭ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ইংল্যান্ড। ২২ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও ৬ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড।
১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার কথা রয়েছে। তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি।
ইংল্যান্ড দল : জশ বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), মার্ক উড।