বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:০১

বক্সিং ডে টেস্টের জন্য সবুজ সঙ্কেত পেলেন ইন-ফর্ম হেড

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ভারতের বিপক্ষে আগামীকাল থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের জন্য ফিট ঘোষণা করা হয়েছে ইন-ফর্ম ব্যাটসম্যান ট্রাভিস হেডকে, যা অস্ট্রেলিয়ার জন্য নি:সন্দেহে স্বস্তির খবর। এদিকে ইনজুরিতে থাকা জস হ্যাজেলউডের বদলী হিসেবে দলে ডাক পেয়েছেন স্কট বোল্যান্ড।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামা আগ্রাসী হেড পাঁচ ম্যাচের সিরিজে এখনো সর্বোচ্চ রান সংগ্রাহক। এডিলেড ও ব্রিসবেন উভয় টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন।

গাব্বায় সামান্য উরুর চোটে ভুগছিলেন। আর তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন বাঁ-হাতি ব্যাটার এখন পুরোপুরি সুস্থ আছেন।
এ সম্পর্কে কামিন্স বলেন, ‘সে ভালই আছে এবং খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। গতকাল ও আজ শুধুমাত্র শেষ মুহূর্তের কিছু বিষয় ঠিক করতে হচ্ছে। হেডের ইনজুরি নিয়ে কোন ধরনের শঙ্কা নেই। আগামীকাল ম্যাচের সে পুরো ফিট। আমার মনে হয়না কালকের ম্যাচে তার মধ্যে কোন অস্বস্তি কাজ করবে। তবে ফিল্ডিংয়ে কিছুটা সমস্যা হতে পারে।’

প্রথম তিন টেস্টে হেড ৮১.৮০ গড়ে ৪০৯ রান সংগ্রহ করেছেন। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অন্যান্য ব্যাটাররা যেখানে খুব একটা সুবিধা করতে পারেনি সেখানে হেড একাই দলকে সামাল দিয়েছেন। বিশেষ করে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে খেলতে প্রায় সব অসি ব্যাটারই হিমশিম খেয়েছে।

কামিন্স বলেন, ‘গত ১২ মাস ধরেই অবিশ্বাস্য ফর্মে আছেন হেড। এখন শুধু তার এগিয়ে যাবার পালা। সে খুব স্পষ্টভাবেই বল হিট করে। প্রতিপক্ষ বোলারদের উপর সবসময়ই চড়াও হয়ে খেলে। আর সেটা একেবারে প্রথম বল থেকেই। তাকে দলে পেয়ে আমি দারুন খুশী। আশা করছি এভাবেই সে দীর্ঘদিন খেলা চালিয়ে যেতে পারবে।’

পার্থে ভারত ২৯৫ রানে জয়ী হয়ে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১’এ সমতা বিরাজ করছে। এডিলেডে অবশ্য ভারত ১০ উইকেটে বিধ্বস্ত হয়েছে। ব্রিসবেনে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টেস্টটি ড্র হয়।

কালকের টেস্টে দুটি পরিবর্তনের বিষয় নিশ্চিত করেছেন কামিন্স। হ্যাজেলউডের স্থানে দলে আসছেন সীমার বোল্যান্ড। এছাড়া টিনএজার ওপেনার স্যাম কোনস্টাসের ন্যাথান ম্যাকসুইনির স্থানে টেস্ট অভিষেক হচ্ছে।

২০১১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কামিন্সের অভিষেকের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টেস্টে অভিষেক হতে যাচ্ছে ১৯ বছর বয়সী কোনস্টাসের।

কামিন্স বলেন, ‘অভিষেকের কথা মনে হলে এখনো আমি উত্তেজনা অনুভব করি। কোনস্টাসও এ সপ্তাহে সেই একই অনুভূতি পেতে যাচ্ছে। এই বয়সে নিজেকে প্রমানের জন্য এত বড় সুযোগ আর হতে পারেনা। খেলাটাকে উপভোগ করতে হবে। খুব বেশী চিন্তার কিছু নেই। এটাই আমার স্যামের প্রতি বার্তা।’

অস্ট্রেলিয়া : উসমান খাজা, স্যাম কোনস্টাস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, এ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লিঁও, স্কট বোল্যান্ড।