বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:০১

লিভারপুলের জয়ের রাতে হারলো চেলসি

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৪ (বাসস) : ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়ের রাতে পরাজিত হয়েছে চেলসি ও ম্যানচেষ্টার ইউনাইটেড।

লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে লিষ্টার সিটিকে। তবে ফুলহ্যামের কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। দিনের অন্য আরেক ম্যাচে এভারটনের সাথে ১-১ গোলে ম্যানচেষ্টার সিটি ড্র করলেও, উলভারহ্যাম্পটনের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেষ্টার ইউনাইটেড।  

এ্যানফিল্ডে অনুষ্ঠিত লিষ্টার সিটির বিপক্ষে ম্যাচে ষষ্ঠ মিনিটে গোল হজম করে লিভারপুল। বাঁ-দিক থেকে সতীর্থের পাস পেয়ে বল জালে পাঠান ঘানার জর্ডান আইয়ুর।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরায় লিভারপুল। আ্যালেক্সিস মার্ক এ্যালিস্টারের  পাস থেকে বল পেয়ে গোল করেন লিভারপুলের কোডি গাকপো।

ম্যাচে ১-১ সমতা ফিরিয়ে আত্মবিশ্বাস পেয়ে যায় লিভারপুল। এ্যালিস্টারর কাছ থেকে বল পেয়ে  মিডফিল্ডার কার্টিস জোন্স ৪৯ মিনিটে গোল করলে  লীড পায় লিভারপুল।

২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার পথেই এগিয়ে যাচ্ছিলো লিভারপুল। কিন্তু  ৮২ মিনিটে লিভারপুলকে তৃতীয় গোল এনে দেন মোহাম্মদ সালাহ। গাকপোর পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ-পায়ের শটে গোল করেন সালাহ। চলতি আসরে এ পর্যন্ত  ১৭ ম্যাচে ১৬টি গোল নিয়ে শীর্ষে আছেন সালাহ।

১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করেছে লিভারপুল। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে চেলসি।

ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে ১৬ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ফুলহ্যামের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন কোল পালমার।

১-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিলো চেলসি। কিন্তু ৮২ ও ৯৫ মিনিটে দুই গোল করে চেলসির বিপক্ষে স্মরনীয় জয়ের স্বাদ পায় ফুলহ্যাম।

ম্যাচের ৮২ মিনিটে ফুলহ্যামের হয়ে ম্যাচে ১-১ সমতা ফেরান হ্যারি উইলসন।

দ্বিতীয়াধের্র ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ফুলহ্যামের বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজ। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ফুলহ্যাম।

১৯৭৯ সালের পর স্ট্যামফোর্ড ব্রিজে  ফুলহ্যামের কাছে প্রথম পরাজয়ের স্বাদ পেতে হলো  চেলসিকে।

এই জয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ফুলহ্যাম।