বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৯
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯

এবার বিপিএল কোয়ালিফাইয়ারের বাধা টপকাতে চায় রংপুর

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৪ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম আসরের শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রংপুর রাইডার্স। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল সুপার লিগে শিরোপা জয় আত্মবিশ্বাসী করেছে রংপুরকে।  

গত দুই মৌসুমে ফেভারিটের তকমা গায়ে নিয়েও বিপিএল ফাইনালের আগেই বিদায় নিতে হয় রংপুরকে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট স্ট্রাইকার্সের কাছে এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কাছে হেরেছিলো রংপুর।

এ মাসে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে আত্মবিশ্বাস নিয়ে বিপিএলে খেলতে নেমেছে রংপুর। দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘রংপুর সবসময় শিরোপা জয়ের জন্য দল তৈরি করে। যারা রংপুরকে সমর্থন করেন তাদের একটা প্রত্যাশা আছে। আমরা চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই বিপিএল খেলতে নামি।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই এবারও আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমি বলেছি, রংপুর সবসময় চ্যাম্পিয়ন হবার জন্য দল তৈরি করে। গত দুই মৌসুমে আমরা কোয়ালিফাইয়ার খেলেছি কিন্তু ফাইনালে উঠতে পারিনি। আমরা এবার কোয়ালিফাইয়ার বাঁধা টপকানোর চেষ্টা করবো।’

গত বছর রংপুর দলের সদস্য ছিলেন সাকিব আল হাসান। এবার দলে বড় কোন তারকা নেই। তবুও দল নিয়ে বেশ খুশি অধিনায়ক সোহান। সাফল্য অর্জনের জন্য দল হিসেবে খেলার কথা জানালেন অধিনায়ক। তিনি বলেন, ‘লক্ষ্য হল ইউনিট হিসেবে খেলা। একজন অধিনায়ক হিসেবে আমি যত তাড়াতাড়ি সম্ভব দলকে একত্রিত করার চেষ্টা করবো। আমরা অলরাউন্ডারে পরিপূর্ণ একটি দল। আমি বলব আমরা একটি কমপ্যাক্ট দল পেয়েছি। দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ।’

ইনজুরির কারণে বিপিএলের শুরু থেকে ইনফর্ম ব্যাটার সৌম্য সরকারকে পাবে না রংপুর। গ্লোবাল সুপার লিগের পাঁচ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করেছিলেন তিনি।

সৌম্যর পরিবর্তে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে দলে নিয়েছে রংপুর। সোহান বলেন, ‘সত্যি বলতে, সৌম্য খুব ভালো ফর্মে ছিল। গত এনসিএলে আজিজুল হাকিম তামিমকে তার জায়গায় দেখেছি। সেও খুব ভালো ফর্মে আছে এবং সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’