শিরোনাম
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রিমিয়ার স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নুন স্কুল ও সানিডেইল।
আজ বিকেলে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নুন স্কুল ৯-৭ গোলে সানিডেইলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে ভিকারুননিসা ৫-২ গোলে এগিয়ে ছিল।
বালক বিভাগে সানিডেইল ২৫-১৬ গোলে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-৭ গোলে এগিয়ে ছিল।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন সানিডেইলের ফাইয়াজ ও ভিকারুননিসার সুমাইয়া।
ফাইনাল শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক লিপি বেগম হিরা, সহকারী সম্পাদক আশিকুর রহমান শুভ সহ ফেডারেশন কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ।