বাসস
  ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮

এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত

ঢাকা, ১ জানুয়ারি ২০২৫ (বাসস) : সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয় কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৪ আজ সমাপ্ত হয়েছে।  

ঢাকা সেনানিবাসের এসএফসি (আর্মি) প্রাঙ্গণে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে সিজিডিএফ কার্যালয় দল এসএফসি আর্মি লগ এরিয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

এসএফসি (আর্মি) কার্যালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর নিয়ন্ত্রণাধীন ঢাকাস্থ ১২ টি কার্যালয় ও আইএসপিআর এর পুরুষ ও নারী দল অংশগ্রহণ করে।

কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস এস এম রেজভী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে খেলাধুলার মাধ্যমে দৈহিক ও মানসিক বিকাশের জন্য ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।