বাসস
  ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১১

রশিদ নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো আফগানিস্তান

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : স্পিনার রশিদ খানের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তান ৭২ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।

বুলাওয়েতে আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২০৫ রান করেছিলো জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ ২ উইকেটে আরও ৭৩ রান প্রয়োজন ছিলো তাদের।

পঞ্চম ও শেষ দিন বাকী ২ উইকেটে কোন রানই তুলতে পারেনি জিম্বাবুয়ে। ১৩ মিনিট ও ১৫ বলের ব্যবধানে শেষ দুই উইকেট হারিয়ে ২০৫ রানেই গুটিয়ে যায় তারা।
এনিয়ে টেস্টে চতুর্থ জয়ের স্বাদ পেল আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়েছিলো আফগানরা।

প্রথম ইনিংসে ৯৪ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রশিদ। ৩৯২ রান করে সিরিজ সেরা হয়েছেন আফগানিস্তানের রহমত শাহ।

টেস্টের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিলো আফগানিস্তান ও জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ২-১ ও ওয়ানডে ২-০ ব্যবধানে জিতেছিলো আফগানরা।