শিরোনাম
লালমনিরহাট, ৬ জানুয়ারি ২০২৪ (বাসস) : লালমনিরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং শারিরীক ও মানষিক ভাবে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত হয়েছে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।
আজ সোমবার বিকালে অনুষ্ঠিত ফাইনালে লালমনিরহাট যুব ক্রীড়া সংঘ ১-০ গোলে তিস্তা প্যালেসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। লালমনিরহাট যুব ক্রীড়া সংঘ একাদশের জুলহাস খেলায় একমাত্র গোলটি করেন।
শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সদস্য সচিব হামিদুর রহমান, উপদেষ্টা আনোয়ার হোসেন সুমন, লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুস সালাম শিকদার, লালমনিরহাট সমাজ সেবার উপপরিচালক মুহাম্মদ মতিউর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলার সদস্যবৃন্দ।