শিরোনাম
ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ২০২৫ সালে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
গতরাতে সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসর ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল ওখদুদকে। ম্যাচে একটি গোল করেন রোনালদো।
আল নাসরের ঘরের মাঠ রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় আল ওখদুদ। আল নাসরের জালে বল পাঠান স্যাভিয়র গাডউইন।
ম্যাচে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠে আল নাসর। মাঝমাঠ থেকে আক্রমন রচনা করে আল ওখদুদকে চাপে ফেলে দেয় রোনালদোর দল। তবে ম্যাচে সমতা ফেরাতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের।
২৯ মিনিটে সতীর্থের হেডে বল ফিরে এলে দারুণ শটে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।
৪২ মিনিটে রোনালদোর গোলে ম্যাচে এগিয়ে যায় আল নাসর। তবে এই গোলের পেছনে বড় অবদান রেখেছেন মানে। আল ওখদুদের বক্সের ভেতর মানে ফাউলের শিকার হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক গোল করেন রোনালদো।
২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আল নাসর। এই স্কোর নিয়ে ম্যাচ শেষ করার পথে ছিলো আল নাসর। তবে ম্যাচের শেষ সময় আল নাসরকে আরও একটি গোল উপহার দেন মানে। ৮৮ মিনিটে দলকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আল-হিলাল।
১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৪তমস্থানে আছে আল ওখদুদ।