শিরোনাম
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ের ‘স্পোর্টস পার্সোনালিটি’ অধ্যায়ে অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায় ছবিসহ জায়গা পেয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দেশের পাঠ্যবইয়ে নাম ওঠায় নিগারের চেয়ে বেশি খুশি তার পরিবার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে আজ দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিগার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের পাঠ্যবইয়ে নিজের নাম ওঠার অনুভূতি জানাতে গিয়ে নিগার বলেন, ‘গতকাল আমার মা বিষয়টি নিয়ে বলছিলো, হয়তো কারও কাছ থেকে শুনেছে। ভালো লাগার বিষয় তো অবশ্যই। আমার থেকে আমার পরিবার বেশি খুশি।’
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে এখন পর্যন্ত ৫০টি ওয়ানডেতে ৯৮৩ ও ১০৬টি টি-টোয়েন্টিতে ১ সেঞ্চুরি ও ৮টি অর্ধশতকে ২০৬৬ রান করেছেন নিগার।
পুরোনো বই থেকে সাকিবের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম ও ছবি সড়িয়ে সেখানে দেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের নাম, ভারতের সাবেক ব্যাটার শচীন টেন্ডুলকারের জায়গায় জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার নাম যুক্ত হয়েছে।
নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিতের জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ নারী দলের কাছে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ২২ এবং ২৫ জানুয়ারি। প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগামী ১৩ জানুয়ারি ঢাকা ছাড়বে নিগারের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে চান নিগার।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই যেন চার পয়েন্ট নিতে পারি, বিশ্বকাপে সরাসরি খেলতে পারি। আমাদের ওয়ানডে দলটা গত সিরিজে ভাল ক্রিকেট খেলছে, অনেক কিছুই হয়তো অনেকের মাথায় থাকবে। আমি আমার দলকে একটা পরিষ্কার বার্তা দিতে চাই, ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে, সিরিজ জিততে হবে। পরের হিসাবটা পরে আসবে। ম্যাচ জিতলেতো সমীকরণ মিলেই যাবে। ম্যাচ জেতার দিকেই আমাদের ফোকাস।’
তিনি আরও বলেন, ‘সাফল্য-ব্যর্থতা নির্ভর করছে দল আসলে কিভাবে দেখছে এই সিরিজটাকে। শুধুই এটা কি একটা সিরিজ নাকি বিশ্বকাপের টিকিট-সেটিও মাথায় রাখা জরুরি। অনুশীলন ও কথা বার্তা শুনে মনে হচ্ছে সবাই এই সিরিজকে ঘিরে অনেক বেশি ফোকাসড। কেউই চায় না, আমরা বাছাই পর্ব খেলি।’
ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিগার, ‘যেখানে আমরা খেলতে যাই না কেন, চ্যালেঞ্জ থাকবেই। কোথাও কেউ আমাদের সহজভাবে স্বাগত জানাবে না। আমাদেরকে অবশ্যই কঠিন চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। আমাদের ইতিবাচক থাকার গুরুত্ব অনেক বেশি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন বিভাগেই ভালো করার ব্যাপারে আশাবাদি নিগার, ‘সিরিজে আমরা যদি ভালো ব্যাটিং করতে পারি, আমাদের বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। বোলার সবসময়ই ভালো করে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবমিলিয়ে আমাদের কম্বিনেশনটা খুব ভালো অবস্থায় আছে। আশা করি সেরাটা দেওয়া সম্ভব হবে।’
ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে যথাক্রমে- ২৮, ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে।