শিরোনাম
চট্টগ্রাম, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর চট্টগ্রাম বিভাগের খেলা। ম্যাচে সবুজ দল ৯৯ রানে পরাজিত করেছে লাল দলকে।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন লাল দলের শহীদুল।
শনিবার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় খেলার সমন্বয়ক মাহবুবের রহমান শামীম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন, টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল দেবু, বিএনপির চট্টগ্রাম বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে চট্টগ্রামকে সাজানো হয়েছে নানা আয়োজনে।
খেলার শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। পরে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন সাংস্কৃতিক টিম। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে মাঠে দর্শকের উপস্থিতি সকলের নজর কেড়েছে।