বাসস
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

কামিন্স-হ্যাজলউডকে নিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

হাঁটুর ইনজুরির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির কারণে শ্রীলংকা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন কামিন্স। পেশীর ইনজুরির কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন টেস্ট খেলতে পারেননি হ্যাজেলউড। আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন দু’জনে। 

বাজে ফর্মের কারণে দলে জায়গা হারিয়েছেন ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিন ইনিংসে ৩৬ রান করেছিলেন তিনি। এমনকি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি ম্যাকগার্ক। তিন ইনিংসে ৪৭ রান করেন তিনি। 
দল নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘এটি ভারসাম্যপূর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন দল। এই দলের অনেকেই গত ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ইংল্যান্ড সফর এবং ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তান সিরিজে খেলেছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এক সিরিজ পরই অস্ট্রেলিয়া দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে সর্বশেষ খেলেছিলেন তিনি। ২০১৮ সালে অভিষেকের পর ৭৬ ওয়ানডেতে ১৯৭৮ রান করেছেন ক্যারি। সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৮ ইনিংসে ২১৬ রান করেছেন তিনি। 

১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আট দলকে নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। 

২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা।