শিরোনাম
ঢাকা, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস) : স্থানীয় হ্যান্ডবল রেফারিদের মানোন্নয়ন ও নতুন রেফারি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘হ্যান্ডবল রেফারিজ কোর্স-২০২৫’ এর ২য় পর্ব আজ শেষ হয়েছে।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন সাবেক নারী হ্যান্ডবল খেলোয়াড় শাহীন আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক ও কোর্স কোর্ডিনেটর মো: নাসির উল্লাহ লাভলু ও মো: দিদার হোসেন সহ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ।
প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে সর্বমোট ৮০জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নিয়েছে।
প্রথম পর্ব গত ১৪ জানুয়ারি শেষ হয়েছে।