শিরোনাম
সিলেট, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সপ্তাহব্যাপী আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শেষ হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে আব্দুস সামাদ আজাদ হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ মুজিবুর রহমান হল।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো: ছানোয়ার হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: এমদাদুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আসাদ-উদ-দৌলা।
প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, ‘খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধু আমাদের দেহ মনকেই সুস্থ রাখে না, বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একান্তভাবে জরুরি।’
তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে। তবে সেই পরিবর্তিত জীবনধারার সঙ্গে মানিয়ে চলার জন্য শরীর ও মনের সমন্বয় এবং ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থে আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।’
সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক বিকাশ ঘটাতে শিক্ষার্থীদের খেলাধুলাসহ নানামুখী সৃজনশীল ও মননশীল কর্মকান্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।