বাসস
  ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:০৫

অস্ট্রেলিয়ার নতুন পেস বোলিং কোচ গ্রিফিথ

অস্ট্রেলিয়ার বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ -ছবি সংগৃহীত

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডাম গ্রিফিথ।

অস্ট্রেলিয়ার পেসারদের নিয়ে কাজ করবেন তাসমানিয়ার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার গ্রিফিথ। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ভিক্টোরিয়া দলের সহকারি কোচের দায়িত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার বোলিং কোচ হলেন গ্রিফিথ।

জাতীয় দলে গ্রিফিথের নিয়োগে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘আমি আনন্দিত যে, অস্ট্রেলিয়া জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন গ্রিফিথ। আমাদের কোচিং সেটআপে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন তিনি। সব ফর্মেটে অস্ট্রেলিয়ার পেস বোলার প্রস্তুত করতে গ্রিফিথের অবদান বড় ভূমিকা রাখবে।’

এলিট লেভেলে কোচিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন গ্রিফিথ। ওয়েস্টার্ন অস্ট্রেলিা এবং পার্থ স্কোর্চার্সের সিনিয়র সহকারি কোচ, তাসমানিয়ার কোচিং ডিরেক্টর, তাসমানিয়া টাইগার্স এবং হোবার্ট হারিকেনসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আইপিএলের ২০২৪ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সহকারি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন গ্রিফিথ।

এর আগে আন্তর্জাতিক অঙ্গনে ২০১২ ও ২০১৬ সালে দ্বিপাক্ষিক সফরে এবং ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলের সাথে কাজ করেছেন ৪৬ বছর বয়সী গ্রিফিথ।

এমন অবস্থায় ব্রিসবেনে অবস্থিত সিএ’র সেন্টার অব এক্সিলেন্সে কাজ করে ভবিষ্যত পেসারদের জন্য পরিকল্পনা সাজাবেন। এছাড়া জাতীয় দলের জন্য পেসার তৈরি, বিভিন্ন রাজ্যে পেস বোলিংয়ের সাথে কাজ করা এবং বোলিং প্রোগ্রামের সমন্বয়ক হিসেবেও কাজ করবেন তিনি।