শিরোনাম
ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : ছোটবেলার ক্লাব সান্তোসে ফেরার কাছাকাছি পৌঁছে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তারকা এই খেলোয়াড়ের ঘনিষ্ঠ এক সূত্র ইএসপিএন’কে এই তথ্য নিশ্চিত করেছে।
এখনো যদিও সৌদি ক্লাব আল হিলালের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন নেইমার। কিন্তু দলের ম্যানেজান জর্জ জেসুস এ মাসের শুরুতে বলেছিলেন ব্রাজিলিয়ান এই এ্যাটাকার নিজের সামর্থ্য অনুযায়ী সেই মানের খেলা উপহার দিতে পারছেন না। এ কারনে সৌদি পেশাদার লিগে তাকে রেজিস্টার্ড খেলোয়াড় হিসেবে তালিকাভূক্ত করেনি আল হিলাল। এর ফলে নেইমার কেবলমাত্র এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার অনুমতি পাবেন।
আর এতেই নেইমারের টনক নড়েছে। খেলার সুযোগ খুঁজতে গিয়ে নেইমার অন্য চিন্তা শুরু করেছেন। তারই ফলশ্রুতিতে পেশাদার ক্যারিয়ার শুরু করা শৈশবের ক্লাবে ফিরে যাবার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন নেইমার।
সূত্রটি জানিয়েছে অচিরেই আল হিলালের সাথে নেইমারের চুক্তি বাতিল হতে যাচ্ছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনো বোঝাপড়া চলছে। এ সপ্তাহের শুরুতে উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনার হবার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠ সমাধান হবে। আল হিলালের সাথে বনিবনা না হলে সান্তোসের সাথে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন নেইমার।
সান্তোসের সাথে চুক্তির বিষয়টি চূড়ান্ত হলে এ সপ্তাহেই ব্রাজিলে উড়ে যাবেন নেইমার। এমনকি আগামী ৫ ফেব্রুয়ারি তাকে সান্তোসের জার্সি গায়ে মাঠেও দেখা যেতে পারে।
আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ এবারের গ্রীষ্ম পর্যন্ত রয়েছে। চুক্তিটি বাতিল হলে তার ৬৫ মিলিয়ন ডলারের মতো ক্ষতি হবে। তবে সান্তোসে শেয়ারের অংশ হিসেবে নেইমার ও তার বাবা বিনিয়োগ তহবিলে অংশ নিলে সেই ক্ষতির পরিমান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তবে ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী নেইমার এক্ষেত্রে পুরো অর্থ আল হিলালের কাছ থেকে আদায়ের ব্যাপারে আশাবাদী। কারণ সান্তোসে স্বল্প মেয়াদে শেয়ারে অংশ নিয়েও সেটা আদায়ের ব্যাপারটা কঠিন।
সান্তোসে ফেরা নিশ্চিত হলে নেইমারকে ঘিড়ে এমএলএস ক্লাব শিকাগো ফায়ার এফসিতে যাবার যে গুঞ্জন ছিল সেই সম্ভাবনাও শেষ হয়ে যাবে। ফর্ম পুনরুদ্ধানের জন্য নেইমারের সবসময়ই ইচ্ছা ছিল ব্রাজিলে ফেরার। এতে করে তার জাতীয় দলে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হবে।
২০২৩ সালের গ্রীষ্মে ৯৭.৬ মিলিয়ন ডলারের বিনিময়ে পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেবার পর থেকেই ৩২ বছর বয়সী নেইমার কঠিন সময় পার করছেন।
বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড আল হিলালে যোগ দেবার কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে বাম হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরিতে পড়েন। ইনজুরি কাটিয়ে গত অক্টোবরে মাঠে ফিরলেও আবারো হ্যামস্ট্রিং ইনজুরি নেইমারকে মাঠ থেকে ছিটকে দেয়। এ সময়ের মধ্যে মাত্র সাতটি লিগ ও কাপ ম্যাচ খেলে ১ গোল করেছেন নেইমার।
২০০৯ সালে সান্তোসের মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। ২০১১ সালে তার নেতৃত্বে সান্তোস কোপা লিবারেটডর্স শিরোপা জয় করে।
জাতীয় দলের জার্সি গায়ে নেইমার ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। ২০১৬ সালে ঘরের মাঠে গ্রীষ্মকালীণ অলিম্পিক গেমসে স্বর্ণজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি।