বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭

বিপিএলের এলিমিনেটর ম্যাচে রাসেল-হেটমায়ার-ডেভিডরা

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এলিমিনেটর ম্যাচে বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকা খেলোয়াড়কে দলে নিয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্সকে দলে নিয়েছে রংপুর। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ দলের সাথে খেলা শেষ করেই রংপুরে যোগ দেন এই তিন খেলোয়াড়। কিন্তু তারকাদের ভিড়িয়েও সফল হতে পারেনি রংপুর। খুলনার কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে রংপুরকে।

আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন রাসেল। গাল্ফ জায়ান্টাসের হয়ে খেলেছেন ডেভিড এবং ভিন্স।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ার এবং অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিয়েছে খুলনা। গাল্ফ জায়ান্টাসের হয়ে হেটমায়ার এবং আবুধাবি নাইট রাইডার্স দলের হয়ে খেলেছেন হোল্ডার।

গতকাল রাতে আইএল টি-টোয়েন্টির এলিমিনেটর হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গাল্ফ জায়ান্টাস এবং নাইট রাইডার্স।