শিরোনাম
ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : গত রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। এই ব্যাটিং তান্ডবে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় দ্বিতীয়স্থানে উঠেছেন অভিষেক।
এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে বোলিং র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী।
আইসিসি আজ টি-টোয়েন্টি ও টেস্ট র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৫৫ রেটিং নিয়ে র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ৮২৯ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন অভিষেক। তিন নম্বরে থাকা আরেক ভারতীয় ব্যাটার তিলক ভার্মার রেটিং ৮০৩।
ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে ১৪ উইকেট শিকার করে পাঁচ ম্যাচ সিরিজে সেরা খেলোয়াড় হন বরুন। এর মধ্যে সিরিজের শেষ দুই ম্যাচে নেন ৪ উইকেট। তিন ধাপ এগিয়ে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের সাথে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন বরুন। দু’জনেরই রেটিং ৭০৫ করে। ৭০৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।
গেল সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ১৪১ রানের নান্দনিক ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এ ম্যাচে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৭৮৪ রেটিং নিয়ে পঞ্চমস্থানে উঠেছেন স্মিথ।
একই টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। ২৩২ রানের ইনিংসের সুবাদে ছয় ধাপ এগিয়ে ১১তমস্থানে উঠেছেন তিনি।
টেস্ট বোলিং তালিকায় শীর্ষে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ। অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন ভারতেরই রবীন্দ্র জাদেজা।