শিরোনাম
ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পয়ার তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। মেগা এ ইভেন্টের জন্য ১৫ সদস্যের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে ১২ জন এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ৩ জন। এর মধ্যে ৬জন আম্পায়ার ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশ থেকে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদকে। এছাড়াও আম্পায়ার হিসেবে আরও আছেন- রিচার্ড কেটেলবরো, ক্রিস গাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল, রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারির হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলংকার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য তারা।
আইসিসির সিনিয়র ম্যানেজার(আম্পয়ার এন্ড রেফারি) শন ইজি এক বিবৃতিতে বলেন, ‘আমরা আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতাসম্পন্ন ম্যাচ কর্মকর্তাদের দল ঘোষণা করতে পেরে আনন্দিত। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের সম্মিলিত দক্ষতা এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় এই ধরনের মর্যাদাপূর্ণ ইভেন্টের জন্য সবচেয়ে যোগ্য কর্মকর্তাদের নেওয়ার চেষ্টা করি এবং আমরা আত্মবিশ্বাসী, এই দলটি পাকিন্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অসাধারণ কাজ করবে। একটি স্মরণীয় টুর্নামেন্টের জন্য তাদের সকলের শুভকামনা জানাই।’
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ার : কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি : ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।