শিরোনাম
ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ইনজুরির কারণে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)’র পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গত জানুয়ারিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীন পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন কামিন্স। তা থেকে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।
অন্যদিকে, কাফ স্ট্রেইনের পাশাপাশি নিতম্বের ইনজুরিতে ভুগছেন হ্যাজেলউড। ইনজুরি থেকে সুস্থ হতে সময় লাগবে তার।
কামিন্স-হ্যাজেলউডের আগে ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মিচেল মার্শ। আর আজ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন মার্কাস স্টয়নিস। দলের সেরা ক্রিকেটারদের না থাকাটা অন্যান্যদের প্রমাণের সুযোগ বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত প্যাট, জশ ও মিচ ইনজুরিতে ভুগছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠতে পারবে না তারা। বিষয়টি হতাশার হলেও বিশ্বমঞ্চে অস্ট্রলিয়ার হয়ে অন্যদের পারফর্ম করার সেরা সুযোগ সৃষ্টি হয়েছে।’
এজন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চারটি পরিবর্তন আনতে হবে অস্ট্রেলিয়াকে। সেই সাথে কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্বেও পরিবর্তন আনতে হবে অসিদের।
স্টিভেন স্মিথ বা ট্রাভিস হেডকে অধিনায়ক করতে বোর্ডকে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নতুন চারজনের নাম ঘোষণা করবেন বেইলির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।