শিরোনাম
ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল জিততে না পারার বন্ধ্যাত্ব এবার তারকা ব্যাটার তাওহিদ হৃদয় ঘোচাতে পারবেন বলে বিশ্বাস করেন ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১১তম আসরের ফাইনালে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।
বিপিএলের ইতিহাসে টানা চতুর্থ ফাইনাল খেলতে নামবেন হৃদয়। কিন্তু আগের তিন আসরের একটিতেও শিরোপা জয়ের স্বাদ নিতে পারেননি তিনি।
২০২২ সালে বরিশালের হয়ে ফাইনাল খেলতে নেমেছিলেন হৃদয়। কিন্তু শিরোপা নির্ধারনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১ রানে হেরে যায় বরিশাল।
পরের মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দারুন পারফরমেন্স করেন হৃদয়। তার ব্যাটিং পারফরমেন্সেই ফাইনালে উঠেছিলো সিলেট। কিন্তু ফাইনালে কুমিল্লার কাছে ৭ উইকেটে হারে সিলেট।
২০২৪ সালে কুমিল্লার হয়ে পুরো বিপিএল মাতান হৃদয়। কিন্তু ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে যায় কুমিল্লা।
এবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে ফাইনাল খেলতে নামবেন হৃদয়। প্রথমবারের মত শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে চট্টগ্রাম।
বরিশাল দলের অনুশীলন শেষে কোচ বাবুল বলেন, ‘আমরা সবসময় হৃদয়ের প্রতি আস্থা রেখেছিলাম। যখন আমরা তাকে নিয়েছিলাম, তখন সে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন ছিল। এ কারণেই আমরা তাকে দলে নিয়েছি।’
গত তিন মৌসুম বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুন পারফরমেন্স করেছেন হৃদয়, এবার তেমনটা করতে পারেননি।
তবে প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি। ৫৬ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলে চট্টগ্রাম কিংসের বিপক্ষে বরিশালর ৯ উইকেটে জয়ে বড় অবদান রাখেন হৃদয়।
বাবুল বলেন, ‘শুরু থেকেই রানের ক্ষুধা ছিল হৃদয়ের। আমরা দেখেছি, সে সবসময় রান করতে চায়। আমরা যতটা সম্ভব তাকে সমর্থন যোগানোর চেষ্টা করেছি এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি যাতে সে হতাশ না হয় বা এরকম কিছু না হয়।’
তিনি আরও বলেন, ‘রান করার ব্যাপারে সজাগ ছিলো হৃদয়। আমরা মাঠে ও মাঠের বাইরে তাকে মানসিকভাবে সমর্থন যোগানোর করার চেষ্টা করেছি।’