বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২

তাসকিনের রেকর্ড ভাঙ্গার কঠিন চ্যালেঞ্জ খালেদের সামনে

সৈয়দ খালেদ আহমেদ- ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে সর্বোচ্চ উইকেট শিকারী দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদকে টপকে যাবার কঠিন চ্যালেঞ্জ চট্টগ্রাম কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদের সামনে। 

লিগ পর্ব থেকে বিদায় নেওয়া রাজশাহীর হয়ে এবারের আসরে ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন তাসকিন। এর মাধ্যমে  এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। এর আগে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট শিকার করে রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান।  ২০১৮-১৯ মৌসুমে এ রেকর্ড গড়েছিলেন তিনি। 

চলতি আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি করে উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের ফাহিম আশরাফ, রংপুর রাইডার্সের আকিফ জাভেদ ও খালেদ। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্বতান দলে ডাক পাওয়ায় বিপিএলের মাঝপথে দেশে ফিরে গেছেন ফাহিম। এদিকে প্লে-অফ থেকেই বিদায় নিয়েছে আকিফের রংপুর। তাই ফাহিম ও আকিফের এবারের আসরে খেলার কোন সুযোগ নেই। ফলে তাসকিনকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হবার সুযোগ রয়েছে খালেদের। 

তাসকিনের রেকর্ড স্পর্শ করতে ৫ উইকেট শিকার করতে হবে খালেদকে। আর সর্বোচ্চ উইকেট শিকারী হতে ৬ উইকেট লাগবে তার।