শিরোনাম
ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ফেরান তোরেসের হ্যাটট্রিকে স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। গতরাতে কোয়ার্টার ফাইনালে বার্সা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ভ্যালেন্সিয়াকে।
ম্যাচের প্রথম ৩০ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। এছাড়াও বার্সেলোনার হয়ে ১টি করে গোল করেন ফার্মিন লোপেজ ও লামিনে ইয়ামাল।
ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের তৃতীয় মিনিটেই গোল পেয়ে যায় বার্সেলোনা। বাঁ-দিক থেকে আলেহান্দ্রোর পাস থেকে নিচু শটে গোল করেন তোরেস।
দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ১৭ মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লেগে ফিরলে গোল আদায় করে নেন তোরেস।
২৩ মিনিটে বার্সেলোনাকে ৩-০ গোলে এগিয়ে দেন লোপেজ। বক্সে পের্দির পাস থেকে বল পেয়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে কাটিয়ে গোল করেন ২১ বছর বয়সী মিডফিল্ডার লোপেজ।
৩০ মিনিটে সাবেক ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী তোরেস। রাফিনিয়ার পাস থেকে বল নিয়ে গোল করেন তিনি।
৪-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
বিরতির পর আক্রমণের গতি কমলেও বল দখলেই রেখেছিলো বার্সেলোনা। সেই সুবাদে ৫৯ মিনিটে দারুণ শটে গোল করেন ইয়ামাল। ৫-০ গোলে এগিয়ে থেকে বড় ব্যবধানে জয়ের পথ তৈরি করে ফেলে বার্সেলোনা। শেষপর্যন্ত ঐ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।
২০১৬ সালে ভ্যালেন্সিয়া ‘বি’ দলের হয়ে অভিষেকের পর ২০১৭ সালে মূল দলে জায়গা করে নেন তোরেস। ২০২০ সাল পর্যন্ত ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন তিনি। সাবেক দলের বিপক্ষে হ্যাটট্রিকের পর ম্যাচ শেষে তোরেস বলেন, ‘ যে ক্লাব আমার জীবন, সেই ক্লাবকে এভাবে হারতে দেখাটা কষ্টের। কঠিন সময় পার করছে তারা। আশা করি, সমর্থকরা মাঠের বাইরের সবকিছু ভুল যাবে এবং দলের পাশে থাকবে। তাদের জন্য শুভকামনা জানাই।’
এর আগে গত ২৬ জানুয়ারি লা লিগায় অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনার কাছে ৭-১ গোলে হেরেছিলো ভালেন্সিয়া।