শিরোনাম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চাঁদপুরে তিন দিনব্যাপী ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব ছিল গতকাল শনিবার। বাছাই পর্ব থেকে উত্তীর্নদের নিয়ে আজ শুরু হয় মূল প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পড়ালেখার পাশাপাশি আমাদের ছেলে-মেয়েদেরকে ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মধ্যে রাখতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা মাদক, মোবাইল ও কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ছে । এগুলো থেকে তাদের দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ।
আগামী সোমবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি হবে।