শিরোনাম
ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গেল আসরেও শিরোপা জিতেছিলো দলটি। বিপিএলের দু’টি ট্রফি নিয়ে আজ নিজ শহর বরিশালে পা রাখেন তামিম-মাহমুদুল্লাহরা।
আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছায় বরিশাল পুরো দল। বরিশাল বিমান বন্দরে পৌঁছানোর পর উল্লাসে মেতে ওঠেন হাজারো সমর্থক। এসময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদসহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে শহরের বিভিন্ন স্থানে যান ক্রিকেটাররা। পরবর্তীতে বেলস পার্কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারা।
বিপিএলে ফরচুন বরিশালের সাফল্যে উচ্ছ্বসিত বরিশালের ক্রিকেটপ্রেমীরা। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় হওয়ায় সরাসরি খেলা দেখতে না পারার আক্ষেপ আছে তাদের।
ইমন নামে এক সমর্থক বলেন, ‘এটা শুধু ক্রিকেট নয়, বরিশালের গর্ব। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা দারুণ গর্বিত।’