শিরোনাম
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে স্বাগতিক ভারত। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে,শেষ ম্যাচ জিতে ভারত সফর শেষ করার পাশাপাশি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হারের বৃত্ত ভাঙতে মরিয়া ইংল্যান্ড।
আহমেদাবাদে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
বোলার-ব্যাটারদের দারুণ নৈপুন্যে নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। পেসার হার্ষিত রানা ও স্পিনার রবীন্দ্র জাদেজার বোলিং তোপে প্রথমে ব্যাট করতে নেমে ২৪৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। হার্ষিত ও জাদেজা ৩টি করে উইকেট নেন।
জবাবে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৬৮ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় ভারত। শুভমান গিল ৮৭, শ্রেয়াস আইয়ার ৫৯ ও অক্ষর প্যাটেল ৫২ রান করেন।
কটকে দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করে ভারত। প্রথমে ব্যাট করে ৩০৪ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। রোহিতের ৯০ বলে ১১৯ রানের উপর ভর করে ৩৩ বল বাকী রেখে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
প্রথম দুই ম্যাচের মত শেষ ওয়ানডেতেও জয় পেতে চান রোহিত। জয়ের মধ্যে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে যেতে চান তিনি, ‘প্রথম দুই ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত রেখে জয় দিয়ে সিরিজ শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখতে চাই। এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছি আমরা।’
অন্যদিকে,জয় দিয়ে ভারত সফর শেষ করতে উদগ্রীব ইংল্যান্ড। দলের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে পারিনি। নিজেদের সেরা পারফরমেন্স দেখানোর সুযোগ আমাদের এখনও আছে। শেষ ম্যাচে ব্যাট-বল হাতে জ্বলে ওঠাই মূল লক্ষ্য সবার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জয়ের ধারায় ফিরতে চাই আমরা।’
এখন পর্যন্ত ১০৯ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ৬০টিতে এবং ইংল্যান্ড জিতেছে ৪৪ ম্যাচে। ২টি টাই ও ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।