বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩

অঘোষিত সেমিফাইনালে কাল মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ ম্যাচটি আগামী কাল করাচিতে অনুষ্ঠিত হবে - ছবি : সংগৃহী

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচই হেরেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তাই লিগ পর্বে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে। এ ম্যাচে বিজয়ী দল ফাইনাল খেলবে।  প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

করাচিতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা লড়াই।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে যায় স্বাগতিক পাকিস্তান। বোলারদের পর ব্যাটারদের ব্যর্থতায় ৭৮ রানে ম্যাচ হারে পাকিস্তান।

প্রথমে ব্যাট করে গ্লেন ফিলিপসের ঝড়ো সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৬টি চার ও ৭টি ছক্কায় ৭৪ বলে অপরাজিত ১০৬ রান করে ফিলিপস।

জবাবে ওপেনার ফখর জামান ভালো শুরু করলেও মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় হারের স্বাদ নিতে হয় পাকিস্তানকে। ৪৭ দশমিক ৫ ওভারে ২৫২ রানে অলআউট হয় পাকিস্তান। ফখর ৬৯ বলে ৮৪ রান করেন। মিডল অর্ডারে সালমান আগা ৪০ ও তায়েব তাহির ৩০ রান করেন।

পাকিস্তানের মত নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারের লজ্জা পায় দক্ষিণ আফ্রিকাও। ৩০৪ রানের সংগ্রহ নিয়েও নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারে প্রোটিয়ারা।

অভিষেক ম্যাচ খেলতে নামা ওপেনার ম্যাথু ব্রিটস্কির রেকর্ড সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। ১১টি চার ও ৫টি ছক্কায় ১৪৮ বলে ১৫০ রান করেন ব্রিটস্কি।

অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্সের ৪৬ বছর বিশ্ব রেকর্ড ভাঙেন ব্রিটস্কি। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে সেন্ট জোন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১৬টি চার ও ২টি ছক্কায় ১৩৬ বলে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন হেইন্স।

ব্রিটস্কির বিশ্ব রেকর্ডের ম্যাচ দুর্দান্ত ব্যাটিংয়ে ম্লান করে দেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। উইলিয়ামসনের ১১৩ বলে ১৩৩ ও কনওয়ের ১০৭ বলে ৯৭ রানের সুবাদে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের কাছে হারলেও লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সরফরাজ খান বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের ব্যাটিং-বোলিং ভালো হয়নি। আশা করি, দ্বিতীয় ম্যাচেই ব্যাটার ও বোলাররা তাদের সেরা ছন্দে ফিরবে। এ ম্যাচ জিতে ফাইনালে খেলতে চাই আমরা।’

শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি দক্ষিণ আফ্রিকার ব্যাটার ব্রিটস্কিও। তিনি বলেন, ‘আগের ম্যাচে বড় সংগ্রহ পেলেও বোলাররা ভালো করতে পারেনি। ৩০৪ রানের পুঁজি নিয়ে ম্যাচ জয় সম্ভব। কিন্তু বোলাররার নিজেদের সেরাটা দেখাতে পারেনি। তাই ম্যাচটি  হারতে হয়ছে আমাদের। তারপরও শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আমরা আশাবাদি আমরা।’

এখন পর্যন্ত ৮৬ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। এমমধ্যে প্রোটিয়াদের জয় ৫২টিতে এবং পাকিস্তান জিতেছে ৩৩ ম্যাচে। ১টি ম্যাচ হয় পরিত্যক্ত।