শিরোনাম
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে আগামীকাল থেকে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। সিরিজে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে বদ্ধপরিকর অসিরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি শ্রীলংকার জন্য গুরুত্বপূর্ণ নয়। তারপরও জয়ের লক্ষ্য লংকানদের।
কলম্বোতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
এবারের শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়া দলের দু’টি টেস্ট ও ১টি ওয়ানডে আগের থেকেই নির্ধারিত ছিলো। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অস্ট্রেলিয়ার অনুরোধে শ্রীলংকা সফরে ১টি ওয়ানডে অন্তর্ভুক্ত করা হয়। এই ওয়ানডে সিরিজ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সাড়বে অস্ট্রেলিয়া।
সিরিজ শুরুর আগে দলের সেরা চার খেলোয়াড়কে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে শ্রীলংকা ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও অলরাউন্ডার মিচেল মার্শ। সম্প্রতি হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মার্কাস স্টয়নিস।
চার তারকার পরিবর্তে জায়গায় ছয়জনকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। তারা হলেন- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, কুপার কনোলি, সিন অ্যাবট, বেন ডারউইশ, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।
এই সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত দল সাজাবে অস্ট্রেলিয়া। পাশাপাশি নিজেদের প্রস্তুত করতেও মুখিয়ে আছে তারা। দলের মিডল অর্ডার ব্যাটার স্টিভেন স্মিথ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে প্রস্তুতি নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবো। আশা করি, আমাদের প্রস্তুতি ভালো হবে। দলের সকলে নিজেদের সেরাটা উজার করে দিতে প্রস্তুত আছে।’
গত নভেম্বরে নিউজিল্যান্ড সফরের দল থেকে একটি পরিবর্তন এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে শ্রীলংকা। দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার চামিন্দু বিক্রামাসিংহে। তার বদলি কাউকেই দলে নেয়নি লংকানরা।
অস্ট্রেলিয়া দল : ট্রাভিস হেড, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুপার কনোলি, শন অ্যাবট, বেন ডারউইশ, মিচেল স্টার্ক, নাথান এলিস, স্পেন্সার জনসন, তানভির সাঙ্গা।
শ্রীলংকা ওয়ানডে দল : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, হাসারাঙ্গা ডি সিলভা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ইশান মালিঙ্গা, মোহাম্মদ সিরাজ, মাহিশ থিকশানা, জেফরি ভান্ডারসে ও দুনিথ ওয়েলালাগে।