শিরোনাম
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আইসিসির জানুয়ারি মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকান।
ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলীকে পেছনে ফেলে সেরা হন ওয়ারিকান। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা হয়েছেন ওয়ারিকান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ও গুদাকেশ মোতি মাস সেরা হয়েছিলেন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৬৯ রানে ৩ এবং ৩২ রানে ৭ উইকেট নেন ওয়ারিকান। টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ৩১ রান করেছিলেন তিনি।
দ্বিতীয় ও শেষ টেস্টেও পারফরমেন্স অব্যাহত রাখেন ওয়ারিকান। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া ব্যাট হাতে যথাক্রমে অপরাজিত ৩৬ ও ১৮ রান করেন ওয়ারিকান।
মাসসেরার পুরস্কার জিতে আইসিসির ওয়েবসাইটকে ওয়ারিকান বলেন, ‘এই পুরস্কার পাওয়া সম্মানের। চলতি বছর আমার লক্ষ্য ছিল টেস্টে প্রথমবার ৫ উইকেট পাওয়া। কিন্তু এতটা দারুণ কিছু যে হবে, তা ভাবিনি।’
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলা মুলতানের ভেন্যু নিয়ে তিনি বলেছেন, ‘আমার হৃদয়ে মুলতানের জন্য বিশেষ একটি জায়গা আছে। শুধু ওয়েস্ট ইন্ডিজের জন্য ঐতিহাসিক জয়ের জন্য নয়, বিদেশের মাটিতে পাকিস্তানকে হারানো এবং এই পুরস্কারটির জন্য।’
নারী ক্রিকেটারদের মধ্যে মাস সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণা পেছনে ফেলে সেরা হন মুনি।