বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬

চ্যাম্পিয়ন্স লিগ: সিটির বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়

ম্যানচেষ্টার সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকলো কার্লো আনচেলত্তির রিয়াল -ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইনজুরি টাইমের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটির বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

গতরাতে প্লে-অফের প্রথম লেগে নির্ধারিত সময় শেষে  ম্যাচটি ২-২ সমতা ছিলো। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল করে ম্যান সিটির বিপক্ষে দারুন জয়ের স্বাদ পেয়েছে রিয়াল। ৩-২ গোলের জয়ে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকলো কার্লো আনচেলত্তির রিয়াল।

নিজেদের মাঠ ইতিহাদে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ম্যানচেষ্টার সিটি। ম্যাচে প্রথম গোল করে তারাই। জ্যাক গ্রিলিশের পাস থেকে গোল করেন হালান্ড। কিন্তু গোলের বাঁশি বাজাননি রেফারি। ৪ মিনিট ভিএআর পরীক্ষা করে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। ১-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি।

এরপর প্রথমার্ধে আর কোন গোল না হলে, এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে এমবাপ্পের গোলে ৬০ মিনিটে সমতা ফেরায় রিয়াল। ফেডে ভালভার্দে ও দাবি সেবায়োসের সহায়তায়  মৌসুমে রিয়ালের হয়ে ২৪তম গোল করেন এমবাপ্পে।

৮০ মিনিটে আবারও লিড নেয় ম্যানচেষ্টার সিটি। রিয়ালের বক্সে ফোডেন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি শট থেকে গোল করেন হালান্ড। ২-১ গোলে এগিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো ম্যান সিটি।

কিন্তু ৮৪ মিনিটে রিয়ালকে স্বস্তির গোল এনে দেন রদ্রিগোর বদলি নামা ব্রাহিম দিয়াজ। ম্যাচে ২-২ সমতা ফেরায় রিয়াল। এই স্কোরেই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়।

এরপর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন জুড বেলিংহাম। ভিনিসিয়াসের জোগান দেওয়া পাস থেকে বলকে ম্যান সিটির জালে পাঠান বেলিংহাম। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।  

এই নিয়ে তিনবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের লজ্জা পেল ম্যান সিটি। প্রতিবারই প্রতিপক্ষ ছিলো রিয়াল।  

আগামী ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যান সিটির মুখোমুখি হবে রিয়াল।