শিরোনাম
ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর পথে এগিয়ে গেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), জুভেন্টাস ও বরুসিয়া ডর্টমুন্ড।
প্লে-অফের প্রথম লেগে পিএসজি ৩-০ গোলে ব্রেস্টকে, জুভেন্টাস ২-১ গোলে পিএসভি আইন্দোভেনকে এবং বরুসিয়া ৩-০ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে।
ব্রেস্টের মাঠে ২১ মিনিটে এগিয়ে যায় পিএসজি। দলের হয়ে পেনাল্টিতে গোল করেন ভিটিনহা। প্রথমার্ধের শেষ মিনিটে পিএসজিকে ডাবল লিড এনে দেন উসমান ডেম্বেলে। ২-০ গোলে লিড নেয় পিএসজি।
৬৬ মিনিটে নিজের তৃতীয় গোল করেন ডেম্বেলে। এবারের চ্যাম্পিয়ন্স লিগেএ নিয়ে ৭ ম্যাচে ছয় গোল করলেন ডেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ বছর ৮ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি।
ডেম্বেলের জোড়া গোলে শেষ পর্যন্ত ৩-০ স্কোরে জয় পায় পিএসজি।
ঘরের মাঠে আইন্দোভেনকে হারাতে বেগ পেতে হয়েছে জুভেন্টাসকে। ৩৪ মিনিটে ওয়েস্টন ম্যাকেনি প্রথম গোল করে জুভেন্টাসকে এগিয়ে নেন।
৫৬ মিনিটে আইন্দোভেনকে লড়াইয়ে ফেরান ইভান পেরিসিচ। ম্যাচে ১-১ সমতা আসার পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় জুভেন্টাস। অবশেষে ৮২ মিনিটে স্যামুয়েল এমবাঙ্গুলার গোলে ২-১ লিড নেয় তারা। ম্যাচের বাকী সময় আর কোন গোল না হলে একই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
পিএসজির মত সহজ জয় পেয়েছে ডর্টমুন্ড। প্রতিপক্ষের মাঠে ডর্টমুন্ডের হয়ে গোল তিনটি করেন যথাক্রমে- সেরহু গুইরাসি (৬০), পাসকাল গ্রোব (৬৮) এবং করিম আদেয়েমি (৮২)।