বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৭

ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা

১৩ ও ১৪ ফেব্রুয়ারি ‘তারুণ্যের উৎসব-মহিলা ক্রিকেট’ টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা -ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ‘তারুণ্যের উৎসব-মহিলা ক্রিকেট’ টুর্নামেন্ট ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে ৪টি দলে মোট ৬০ জন খেলোয়াড় অংশ  নেবে।

১৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক খেলোয়াড় পান্না ঘোষ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার সাথিরা জাকির জেসি।

১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষষের সচিব মো. আমিনুল ইসলাম, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন চেয়ারম্যান, ওমেন উইং এবং পরিচালক মো. নাজমুল আবেদীন ফাহিম।