বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬

রিজওয়ান-সালমানের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

রিজওয়ান-সালমানের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান - ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার জোড়া সেঞ্চুরিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।

গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৩৫৩ রানের টার্গেট স্পর্শ করে ৬ উইকেটে জয় পায় পাকিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়লো পাকিস্তান।

এই জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। ২ ম্যাচ খেলে জয়হীন থাকায় ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার টনি জর্জি ২২ রানে আউট হন। দ্বিতীয় উইকেটে ১২৫ বলে ১১৯ রানের জুটি অধিনায়ক তেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটস্কি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত  বাভুমা ৮২ ও ব্রিটস্কি ৮৩ রানে আউট হন।

২৩৮ রানের মধ্যে বাভুমা ও ব্রিটস্কির বিদায়ের পর পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন হেনরিচ ক্লাসেন। ১১টি চার ও ৩টি ছক্কায় ৫৬ বলে ৮৭ রানের মারমুখী ইনিংস খেলেন ক্লাসেন।

এছাড়া শেষ দিকে কাইল ভেরিনির ৪৪ ও কর্বিন বশের ১৫ রানের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ২ উইকেট নেন।

৩৫৩ রানের টার্গেটে খেলতে নেমে  ৯১ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। তবে এরপর শক্ত হাতে পাকিস্তানের হাল ধরেন রিজওয়ান ও সালমান। দক্ষিণ আফ্রিকান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে চতুর্থ উইকেটে ২২৯ বলে ২৬০ রানের দুর্দান্ত জুটিতে পাকিস্তানের জয়ের পথ সহজ করে রিজওয়ান-সালমান। চতুর্থ উইকেটে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন তারা।

৪৯তম ওভারে দলের জয় থেকে ২ রান দূরে থাকতে ব্যক্তিগত ১৩৪ রানে আউট হন সালমান। ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরির ইনিংসে ১০৩ বলে ১৬টি চার ও ২টি ছক্কা মারেন সালমান।

সালমান ফেরার পর রিজওয়ানের সঙ্গী হয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তায়েব তাহির। ৯টি চার ও ৩টি ছক্কায় ১২৮ বলে চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির ইনিংসে অপরাজিত ১২২ রান করেন রিজওয়ান। ম্যাচ সেরা হন সালমান।

আগামীকাল করাচিতে টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।