শিরোনাম
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম লেগে হারের লজ্জায় ডুবলো ইতালিয়ান ক্লাব এসি মিলান।
গতরাতে প্লে-অফের প্রথম লেগে দুর্বল প্রতিপক্ষ ফেইনুর্ড রটারডামের কাছে ১-০ গোলে হেরেছে মিলান। এই জয়ে শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে গেল ফেইনুর্ড।
ফেইনুর্ডের মাঠে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিলো এসি মিলান। কিন্তু তৃতীয় মিনিটেই গোল হজম করতে হয় মিলানকে।
বাঁ-প্রান্ত দিয়ে বল পেয়ে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ফেইনুর্ডের ইগর পাইক্সাও। মিলান গোলরক্ষকের হাতে লেগে বল জড়িয়ে যায় জালে। ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় ফেইনুর্ড।
এরপর বলের নিয়ন্ত্রন দখলে নিয়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠে তারকা খচিত মিলান। কিন্তু প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি তারা। এমনকি দ্বিতীয়ার্ধেও গোল পরিশোধ ব্যর্থ হয় মিলান।
দ্বিতীয়ার্ধে মিলানের চেয়ে ভালো ফুটবল খেলেছে ফেইনুর্ড। কিন্তু গোলের ব্যবধানও দ্বিগুন করতে পারেনির ফেইনুর্ড। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফেইনুর্ড।
দলের হারে হতাশ মিলান কোচ সার্জিও কনসিকা, ‘আমরা জানতাম পরিবেশ কেমন হবে এবং তারা কিভাবে খেলবে। এ ম্যাচ জিতলে আমাদের জন্য বাকী কাজটা সহজ হতো। আমরা ম্যাচটি ভালভাবে শুরু করেছিলাম, কিন্তু শেষটা ভালো হলো না। আমরা এমন হার মেনে নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা কিছুটা দুর্ভাগা ছিলাম। আমাদের আরও বেশি ভালো খেলা উচিত ছিল এবং অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল। আশা করছি, দ্বিতীয় লেগে নিজের সেরাটা দিয়ে হাসি মুখে মাঠ ছাড়তে পারবো।’
একই দিন প্লে-অফের আরেক ম্যাচে প্রথম লেগে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রাগাকে। এছাড়াও বেনফিকার কাছে ১-০ গোলে ১০ জনের মোনাকো।