বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১০

মেন্ডিসের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা

কুশল মেন্ডিস - ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে দুই ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে  স্বাগতিক শ্রীলংকা।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ১৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। রান বিবেচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় লংকানদের। প্রথম ম্যাচে ৪৯ রানের জয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা। সিরিজ হারের তকমা নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলংকা। ৬ রান করেন তিনি।
শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ১১৫ বলে ৯৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার নিশান মাধুষ্কা ও মেন্ডিস। ৪টি চার ও ১টি ছক্কায় মাধুষ্কা ৫১ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।

দলের রান ২শ পার করে বিদায় নেন মেন্ডিস। পঞ্চম ওয়ানডে সেঞ্চুরির ইনিংসে ১১টি চারে ১১৫ বলে ১০১ রান করেন তিনি।

দলীয় ২১৫ রানে মেন্ডিস ফেরার পর শ্রীলংকার রানের চাকা ঘুড়িয়েছেন অধিনায়ক চারিথ আসালঙ্কা ও জানিথ লিয়ানাগে। পঞ্চম উইকেটে দু’জনের ৩৫ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায় শ্রীলংকা।

৬টি চার ও ৩টি ছক্কায় ৬৬ বলে অপরাজিত ৭৮ রান করেন আসালঙ্কা। ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় অনবদ্য ৩২ রান করেন লিয়ানাগে।
জবাবে শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দোর বোলিং তোপে  এক পর্যায়ে ৩৩ রানেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ উইকেটের সবগুলোই নিয়েছেন আসিথা।
চতুর্থ উইকেটে ৫০ বলে ৪৬ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন স্টিভেন স্মিথ ও উইকেটরক্ষক জশ ইংলিশ। ২২ রান করা ইংলিশকে শিকার করে জুটি ভাঙেন স্পিনার দুনিথ ওয়েলালাগে।

ইংলিশের বিদায়ের পর ওয়েলালাগে ও হাসারাঙ্গা ডি সিলভার ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪ দশমিক ২ ওভারে ১০৭ রানে অলআউট হয় অসিরা। ২৮ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এশিয়ার মাটিতে এটিই সর্বনিম্ন দলীয় রান অসিদের।

স্মিথ ২৯ রান করেন। অস্ট্রেলিয়ার শেষ ৬ ব্যাটারের কেউই দুই অংকের পা রাখতে পারেননি।

শ্রীলংকার ওয়েলালাগে ৩৫ রানে ৪টি, আসিথা ও হাসারাঙ্গা ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মেন্ডিস এবং সিরিজ সেরা হন আসালঙ্কা।