শিরোনাম
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ঊরুর ইনজুরিতে ৮ থেকে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেষ্টার সিটি ডিফেন্ডার আকঞ্জি।
আকঞ্জির অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা।
গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে ইনজুরিতে পড়েন মাঠ ছাড়েন আকঞ্জি। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচটি হারে ম্যান সিটি।
সুইজারল্যান্ডের আকঞ্জির ইনজুরি নিয়ে ম্যান সিটির কোচ গার্দিওলা বলেন, ‘আগামী শনিবার অস্ত্রোপচার করানো হবে আকঞ্জির। ৮ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি।’
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৩০ ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী আকঞ্জি।
রিয়ালের বিপক্ষে ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন মিডফিল্ডার জ্যাক গ্রিলিশও। তবে তার চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন গার্দিওলা। শনিবার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবেন গ্রিলিশ।
এ মাসে লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৩ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে ম্যান সিটি। লিগে ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে দলটি।
২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।